No icon

প্রথম নাটকে মিলনের বিপরীতে রোমানা নীড়

চিত্রনায়িকা রোমানা নীড় শুটিংয়ে ফিরেছেন। তবে বড়পর্দায় নয় ছোটপর্দায়। প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছেন তিনি। প্রথম নাটকেই তার বিপরীতে পেয়েছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনকে। এমদাদুল হক খান পরিচালিত 'প্রেমিক পুরুষ জগলু ভাই' নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান রিজভী।

নাটকে অভিনয় প্রসঙ্গে রোমানা বলেন, নতুন অভিজ্ঞতা হয়েছে। সিনেমার আয়োজনের তুলনায় নাটকের আয়োজন ছোট। কাজ করে আনন্দ পেয়েছি। সকলেই আমাকে সহযোগিতা করেছেন। বিশেষ করে মিলন ভাইয়ের মতো একজন অভিনেতার বিপরীতে অভিনয় করতে পেরে খুব ভালো লাগছে।

তিনি আরও বলেন, ভালো গল্প হলে যেকোন পর্দায় কাজ করতে পারি। হতে পারে সেটা ওয়েব প্ল্যাটফর্ম। তা ছাড়া এর মাধ্যমে দর্শকের কাছেও পৌঁছুতে পারছি সহজে।

'প্রেমিক পুরুষ জগলু ভাই' নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মৌমিতা মৌ, সানিয়া জারা, তমা, মৌসুমী মৌ, আনোয়ার হোসেন ও আবির প্রমুখ। নাটকটি নির্মিত হয়েছে মিরাকী প্রোডাকশনের ব্যানারে। শীঘ্রই একটি বেসরকারী চ্যানেলে নাটকটি প্রচার হবে।

এদিকে করোনাকালে ইউটিউবিং শুরু করেছেন রোমানা। সেখানেও ভালো সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, 'ভালোবাসলে দোষ কি তাতে' ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন রোমানা নীড়।

Comment As:

Comment (0)