No icon

শেষ হয়েছে 'বিউটি সার্কাস'

অবশেষে শেষ হয়েছে মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ – এর শুটিং। সরকারি অনুদান পাওয়া এ ছবিটির কিছু শুটিং বাকি ছিলো। নন্দিত অভিনেত্রী জয়া আহসানের কিছু দৃশ্য ধারণের মধ্য দিয়ে ছবির কাজ শেষ করলেন দিদার।

নির্মাতা এ প্রসঙ্গে বলেন, জয়া আপার কিছু দৃশ্যের কাজ বাকি ছিলো। সময় ও সুযোগ মিলছিলো না। গতকাল সাভারে (২৭ সেপ্টেম্বর) সকল কাজ শেষ করলাম। দুই দিন ধরে শুটিং করেছি। গাজী রাকায়েত ভাইয়ের কিছু শুটিংও করে নিলাম একই সাথে।

দিদার আরও বলেন, ছবির সকল কাজ শেষ। এ দৃশ্যগুলো লাইনআপে জুড়ে দেব। আশা করছি শীঘ্রই ছবিটি দর্শকের সামনে নিয়ে আসতে পারবো।

প্রসঙ্গত, গত বছর ২৮ ফেব্রুয়ারি ‘বিউটি সার্কাস’ ছবিটির টিজার দর্শকের সামনে অবমুক্ত হয়। সে টিজার সাড়াও ফেলে। নানা জটিলতার কারণে পিছিয়ে যায় ছবি মুক্তির ক্ষণ। ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকির আহমেদ, হুমায়ূন সাধু, এবিএম সুমন প্রমুখ।

 

Comment As:

Comment (0)