No icon

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মরণে 'সেই আমি'

মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মরণে তার জীবনী নিয়ে এই প্রথম বিজয় দিবসের জন্য নির্মাণ করা হয়েছে টেলিফিল্ম “সেই আমি”। এটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ড. মইনুল খান ও পরিচালানা করেছেন দীপু হাজরা। টেলিফিল্মটি চ্যানেল আই এর বিজয় দিবয়ের বিশেষ অনুষ্ঠান মালায় ১৩ই ডিসেম্বর শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।

টেলিফিল্মে দেখা যাবে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে খুঁজতে পশ্চিম পাকিস্তানের মিলিটারি বাহিনি তার নানা বাড়িতে যায়। তাকে খুঁজে না পেয়ে তার নানা - নানীকে পুড়িয়ে হত্যা করে। অথচ জাহাঙ্গীর তখন চাঁপাইনবাবগঞ্জে যুদ্ধে লিপ্ত।

এদিকে জাহাঙ্গীরের নানা - নানীকে বাঁচাতে এগিয়ে আসা আত্মীয় বেগম বিবিকে ৭ বছরের মেয়ের সামনে হত্যা করে মিলিটারিরা। সেই ছোট মেয়ে ছিনুকে নিয়ে গল্প এগিয়ে এসেছে বর্তমানে।

রাতের ঢাকায় সামাজিক অসংগতি চোখে পড়ে বৃদ্ধা ছিনুর। আবার সমাজের ভালো মানুষের দেখাও পায় ছিনু। 

উল্লেখ্য, টেলিফিল্মে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, নাজনীন হাসান চুমকী. রুনা খান, সমাপতি মাসুক, সায়েম সামাদ, আজম খান, অরিত্রা সহ আরও অনেকে।

Comment As:

Comment (0)