No icon

প্রকাশ্যে 'বীর', প্রশংসিত শাকিব

প্রকাশ্যে এসেছে সুপারস্টার শাকিব খানের 'বীর' ছবির লুক। কাজী হায়াত পরিচালিত ৫০-তম এ ছবির প্রথম পোস্টার আজ প্রকাশিত হলো। ছবিটি প্রযোজনা করছে এসকে ফিল্মস।

পোস্টারে মুখভর্তি দাড়িগোঁফের নতুন এক শাকিবকে দেখা গেছে। তার চোখে মুখে ছিল ক্ষোভের ছাপ।

পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। পোস্টারটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন শাকিব। অনেকে শেয়ার করে শুভকামনা জানাচ্ছেন।

এ ছবিতে শাকিব ছাড়াও থাকছেন বুবলী, নাদিম প্রমুখ।

Comment As:

Comment (0)