No icon

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আকবর - এর শুটিং

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা সৈকত নাসিরের নতুন সিনেমা ‘আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ এর মহরত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। আগামীকাল ১৬ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শুটিং।

চলচ্চিত্রটিতে উঠে আসতে যাচ্ছে রাজধানীর গ্যাং কালচার। সিনেমা হল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রথম সিনেমা এটি। এতে জুটি বেঁধে অভিনয় করছেন ইমন-ববি।

সৈকত নাসির বলেন, ‘‘আকবর’ বেশ বড় বাজেটের সিনেমা। এতে ইমনকে ভিন্ন লুকে দর্শকরা পাবেন। বৃহস্পতিবার থেকে এর দৃশ্যধারণ শুরু হচ্ছে। একটি গানের দৃশ্যধারণ করা হবে। গানটির কোরিওগ্রাফি করবেন হাবিব।’’

নতুন সিনেমা প্রসঙ্গে ইমন বলেন, ‘এই সিনেমার গল্পে একটা ম্যাজিক আছে। অভিনয়ের অনেক জায়গা আছে। আশা করছি, এখানে অন্য ইমনকে খুঁজে পাবেন দর্শকরা।’

চিত্রনায়িকা ববি বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি এক্সাইটেড। কারণ এর গল্প ও নির্মাতা হিসেবে সৈকত নাসির রয়েছেন। তিনি নির্ভরযোগ্য একজন নির্মাতা।’

Comment As:

Comment (0)