No icon

প্রথমবার আইটেম গানে পূজা চেরি

চলতি প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। অনন্য মামুন পরিচালিত 'সাইকো' ছবিতে তাকে আইটেম গানে দেখবেন দর্শক। পূজার জন্য এটি নতুন অভিজ্ঞতা। প্রথমবার এমন গানে তাকে দেখবেন দর্শক।

আইটেম গান প্রসঙ্গে পূজা বলেন, এ সিনেমায় বেশকিছু চমক রয়েছে। ছবির কাহিনীর বাইরে গানগুলোও দর্শকরা বেশ উপভোগ করবেন। ফাটিয়ে  নেচেছি। আমার বিশ্বাস, দর্শকরা দারুণ উপভোগ করবেন।

জানা গেছে সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর করেছেন লিংকন রয় চৌধুরী। গানটির কোরিও্গ্রাফি করেছেন বব। গানের শিরোনাম 'সাইকো আমি সাইকো'। গানের শুটিং হয়েছে নেপালে।

প্রসঙ্গত, 'সাইকো' ছবিতে পূজার সাথে জুটি বেঁধেছেন রোশান। মার্চে সেন্সরে ছবিটি জমা দেয়ার কথা রয়েছে।

Comment As:

Comment (0)