No icon

বিজ্ঞাপনে ব্যস্ত নাদিয়া

নতুন বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বম্বে সুইটসের নতুন পণ্য ‘মিস্টার পাস্তা’ - এর এ বিজ্ঞাপনে নাদিয়ার সাথে জুটি বেঁধেছেন আমান রেজা। এ জুটি এর আগে লোপা হোসেইন এর মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে নাদিয়া বলেন, নতুন পণ্যের বিজ্ঞাপন করছি। উত্তরায় শুটিং হচ্ছে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন বুলবুল বিশ্বাস। সুন্দর কাজ হচ্ছে। আশা করি দর্শকের ভালো লাগবে।

ভালোবাসা দিবসে নাদিয়া অভিনীত কাজল আরেফিন অমির ‘অ্যাম্বিশান’ বেশ সাড়া ফেলেছে। এছাড়া তানিম রহমান অংশু পরিচালিত সাব্বির নাসিরের একটি গানের ভিডিওচিত্রে সম্প্রতি কাজ করেছেন নাদিয়া।

প্রসঙ্গত, নাদিয়া অভিনীত কয়েকটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে।

Comment As:

Comment (0)