No icon

দুর্যোগে মাকে স্মরণ করলেন ওমর সানী

জনপ্রিয় অভিনেতা ওমর সানী নব্বই দশকের শীর্ষ নায়ক ছিলেন। উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট ছবি। এ প্রজন্মের অনেকেই সে যুগের সানীকে দেখেনি। নতুন করে সে স্মৃতি জাগালেন সানী। ফেসবুকে পোস্ট করেছেন মায়ের সাথে তোলা একটি ছবি। সেখানে দেখা গেছে তরুণ ওমর সানীকে।

ওমর সানী জানিয়েছেন ছবিটি ১৯৯১ সালে তোলা। ফার্মগেটের মতি স্টুডিওতে মায়ের পাশে বসে ছবিটি তুলেছিলেন তিনি।

তিনি বলেন, মাকে হারিয়েছি অনেক আগে। জানি আর কোনদিন তাকে ফিরে পাব না। এই মহাদুর্যোগে তার কথা বারবার মনে পড়ছে।

প্রসঙ্গত, চিত্রনায়ক ওমর সানী করোনাভাইরাস প্রাদুর্ভাবে নিয়মিত সচেতনতামূলক পোস্ট দিচ্ছেন। গত শুক্রবার তিনি লাইভে এসেছিলেন স্ত্রী, অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমীকে নিয়ে। তারা দুজনেই দর্শক ও ভক্তদের সচেতন থাকার আহবান জানিয়েছেন।

Comment As:

Comment (0)