No icon

তিন বছর আগে বিয়ে করেছেন মোনালী ঠাকুর

গোপনে বিয়ে করে সংসার করছেন ভারতীয় সংগীতশিল্পী ও অভিনেত্রী মোনালী ঠাকুর। বিয়ে করেছেন তিন বছর আগে। অবশ্য মোনালী নিজেই জানালেন, সুইজারল্যান্ডবাসী ব্যবসায়ী মাইক রিচটারকে চুপিচুপি বিয়ে করেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোনালী জানান, তার বিয়ের খবরটা শুনে ইন্ডাস্ট্রির বন্ধুরা তো চমকে যাবেনই। কারণ কাউকেই নেমন্তন্ন করা হয়ে ওঠেনি। বারবার ভেবেছিলাম একটা অনুষ্ঠান করবেন। কিন্তু হবে, হবে করে হয়নি। এভাবেই কেটে গেছে তিন-তিনটে বছর!

মোনালী আরও বলেন, এই চুপিচুপি বিয়ের খবরে তার সতীর্থ ও পরিচিতরা তো দুঃখ পাবেনই। কারণ এটা নিঃসন্দেহে তাদের কাছে একটা বড় খবর। জানি সবাই আমার ওপর রেগে যাবে। কিন্তু যখন বিয়ের অনুষ্ঠান করব, তখন সব্বাইকে নিমন্ত্রণ করব। তা হলে কারও আর দুঃখ থাকবে না।’

কীভাবে দেখা হলো স্বামীর সঙ্গে? মোনালী জানান, তখন সুইজারল্যান্ড বেড়াতে  গেছিলেন। দেখা তখনই। পরিবারের সঙ্গেও পরিচয়। যেখানে তাদের প্রথমবার দেখা হয়েছিল, সেখানেই মোনালিকে বিয়ের প্রস্তাব দেন মাইক। সেটা ছিল ২৪ ডিসেম্বর, ২০১৬।

সম্প্রতি করোনার মাইক ও তার পরিবারের সঙ্গেই কোয়ারেন্টিনে আছেন মোনালী।

Comment As:

Comment (0)