No icon

বিয়ের সংবাদ উড়িয়ে দিলেন বাপ্পি

বাজারে খবর রটেছে বিয়ে করেছেন বাপ্পি চৌধুরী। ‍লুকিয়ে সংসার করছেন বলেও খবর বের হয়। তবে এসব বিয়ের সংবাদকে উড়িয়ে দিয়েছেন বাপ্পি। বাপ্পি বলেন, এখন আসলে এসব গুজবে কান দেয়ার সময়না। যে সময়টা যাচ্ছে তা অনেক খারাপ সময়। এখন আমাদের চলচ্চিত্র নিয়ে নতুন করে ভাবনার সময়। করোনার কারণে পুরো বিশ্বই স্থবির হয়ে আছে। বিশ্ব চলচ্চিত্রের অবস্থাও ভালো নয়। 

বিয়ে প্রসঙ্গে বাপ্পি বলেন, সিনেমার ক্যারিয়ার শুরুর কয়েক বছর পর থেকেই প্রতি বছর আমার বিয়ের খবর প্রকাশ হচ্ছে। একই সঙ্গে প্রেমের খবরও।  অথচ আমার পরিবার আমার বউ খুঁজে বেড়াচ্ছে এখনও। বিয়েটা সত্যি হলে মন্দ হতো না। পরিবারের সবাই খুশি হতেন। গৃহবন্দির সময়টা বউকে নিয়ে খারাপ কাটতো না।

এদিকে গত ২৭ মে শুটিং শুরু করেছেন বাপ্পি। ছবির নাম ‘কোভিড-১৯ ইন বাংলাদেশ’। করোনা ভাইরাস নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। 
 

Comment As:

Comment (0)