No icon

তিন মাস পর শ্যুটিংয়ে শানু

চলতি বছরের ২২ মার্চ সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী শানারেই দেবী শানু। সেটি ছিলো করোনা সচেতনতামূলক ওভিসি। দীর্ঘ তিন মাসের বিরতি ভেঙে আবার ক্যামেরার সামনে এলেন তিনি। ২৬ জুন ঈদের নাটকের কাজের মাধ্যমে শ্যুটিংয়ে ফিরলেন তিনি।

করোনাকালে শুটিং প্রসঙ্গে শানু বলেন, অনেকদিন পর কাজের একটা আনন্দ অবশ্যই ছিল তবে স্বাস্থ্য সচেতনতার এই নিয়মবিধি সারাক্ষণ মেনে চলে শ্যুটিং করাটা বেশ কঠিন তাই অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ন মনে হয়েছে। তবে দীর্ঘদিন পর লাইট ক্যামেরা অ্যাকশনের শব্দে নিজের জগতে ফিরে যাওয়ার আনন্দটা অন্যরকম।

উল্লেখ্য, এস এম কামরুজ্জামান সাগরের পরিচালনায় ‘বাবারা সব পারে’ শিরোনামের এ নাটকে আরও ছিলেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ। নাটকটি রচনা করেছেন পাপ্পু রাজ। চিত্রগ্রহণে ছিলেন নিয়াজ মাহবুব। মাছরাঙা টেলিভিশনে আসছে ঈদে নাটকটি প্রচারিত হবে।

Comment As:

Comment (0)