No icon

লকডাউন শেষে খোলা হাওয়ায় শাবনূর

চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া প্রবাসী। একমাত্র ছেলে ও মাকে নিয়ে থাকছেন সেখানে। লকডাউনে ঘরবন্দি থেকে হাঁফিয়ে উঠেছিলেন এ চিত্রতারকা। তাই তো সুযোগ পেয়েই বেরিয়ে পড়লেন প্রকৃতির মাঝে। গেল ২৭ জুন অস্ট্রেলিয়ার  নিউ সাউথ ওয়েলসের বোটানিক্যাল গার্ডেনে। সাথে ছিলেন পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।

শাবনূর বলেন, লকডাউনে বাসায় দম বন্ধ হয়ে আসছিলো। তাই কাছের মানুষদের নিয়ে বেরিয়ে পড়লাম। এতদিন পর খোলা আকাশের নিচে এসে খুব ভালো লাগছে।

জানা গেছে শাবনূর পিকনিক করেছেন সেখানে। ছেলের সাথে মেতে উঠেছিলেন খুনসুটিতে। ছবিও তুলেছেন সবার সাথে।

 

Comment As:

Comment (0)