No icon

ভেঙে ফেলা হচ্ছে বিএফডিসির ৩ ও ৪ নম্বর শুটিং ফ্লোর

ভেঙে ফেলা হচ্ছে বিএফডিসির ৩ ও ৪ নম্বর ফ্লোর। এই দুটো ফ্লোর ভেঙে গড়ে তোলা হচ্ছে ১৫ তলা ভবন। গত ৫ জুলাই থেকে ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। 

১৫ তলা ভবন নির্মাণ প্রজেক্টের সহকারী পরিচালক আইয়ুব আলী গণমাধ্যমকে বলেন, এফডিসিতে বাণিজ্যিক ভবন তৈরির পরিকল্পনা অনেক আগের। মন্ত্রণালয় এই প্রজেক্ট পাস করেছে। ভবনটি নির্মাণের পর দুটি ফ্লোর শুটিংয়ের জন্য বরাদ্দ থাকবে। কবিরপুর ফিল্ম সিটি এখন শুটিং করার জন্য প্রস্তুত আছে, সেখানে চাইলে যে কেউ শুটিং করতে পারবেন।

প্রসঙ্গত, ৩ ও ৪ নম্বর ফ্লোরে নিয়মিত বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানের শুটিং হতো। এ ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন ও ছবিরও শুটিং হতো। 

 

Comment As:

Comment (0)