No icon

সপরিবারে করোনায় আক্রান্ত তমা মির্জা

করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। তার বাবা, মা ও ছোট ভাইও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা সপরিবারে বাসায় আইসোলেশনে আছেন।

তমা এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, বাবা ও পারিবারিক ড্রাইভার ১০ দিন আগে করোনায় আক্রান্ত হন। আমার ছোট ভাই ৭ দিন আগে করোনায় আক্রান্ত হয়। মায়েরও করোনা পজিটিভ আসে। শুক্রবার (১০ জুলাই) সকালে আমারও করোনা রেজাল্ট পজিটিভ এসেছে।

তিনি আরও জানান তার ড্রাইভার ও ছোট ভাই সুস্থ হয়ে উঠেছেন। তিনি পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন।

প্রসঙ্গ, ২০০৯ সালে শাহীন-সুমন পরিচালিত ‘মনে বড় কষ্ট’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। ২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

Comment As:

Comment (0)