No icon

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ ও অভিষেক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনায় আক্রান্ত হবার খবর জানান অমিতাভ। ঘন্টাখানেক পর তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। অভিষেকও হাসপাতালে ভর্তি হয়েছেন। 

অভিষেক তার বার্তায় বলেন, আজ আমি ও বাবা কোভিড - ১৯ পজিটিভ হয়েছি। আমাদের হালকা উপসর্গ ছিলো। আমরা হাসপাতালে ভর্তি হয়েছি। আমাদের পরিবারের সকল সদস্য ও সহকারীদেরও করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

এর আগে এক বার্তায় অমিতাভও জানান তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, আমি করোনায় আক্রান্ত হয়েছি। হাসপাতালে ভর্তি হতে যাচ্ছি। গত ১০ দিন যারা আমার নিকটবর্তী ছিলেন সকলকেই করোনার পরীক্ষার জন্য অনুরোধ করছি।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে রাত দশটায় শ্বাস কষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন ৭৭ বছরের এ অভিনেতা।

উল্লেখ্য, অমিতাভ ও অভিষেকের করোনা পজিটিভ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের রোগমুক্তি কামনা করছেন তারকারা।  

 

Comment As:

Comment (0)