No icon

বিএফডিসিতে তারকাদের কোরবানি

বিএফডিসিতে শিল্পী সমিতির পক্ষ থেকে এবার কোন‌ো গরু কোরবানি দেয়া হয়নি। তবে বসে ছিলেন না চিত্রনায়িকা পরীমনি। প্রতি বছরের মতো তিনি এবারও কোরবানি দিয়েছেন। এবার তার পাশাপাশি তারকা দম্পতি মৌসুমী - ওমর সানী এবং চিত্রনায়িকা নিপুণ একটি করে মোট দুটো গরু কোরবানি দিয়েছেন। পরী ও নিপুণ নিজ হাতে কোরবানির মাংশ বিতরণ করেছেন।

আজ এফডিসির ৯ নম্বর ফ্লোরের সামনে পরীর পাঁচটি গরু কোরবানি দেয়া হয়। বিকেলে বিএফডিসি গিয়ে নিজের হাতে কোরবানির মাংস বিতরণ করেন এ লাস্যময়ী নায়িকা। তার মতে যতদিন সামর্থ্য থাকবে তিনি কোরবানি দিয়ে যাবেন।

অন্যদিকে সকালে কোরবানির সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানী। তিনি জানান অসচ্ছ্বল শিল্পী ও কলাকুশলীদের জন্য এ কোরবানি দেয়া হয়েছে। 

নিপুণ ও মৌসুমী - ওমর সানী দম্পতির গরু কোরবানি দেয়া হয় জহির রায়হান কালার ল্যাবের সামনের চত্বরে। বিকেলে নিপুণও নিজ হাতে কোরবানির মাংশ বিতরণ করেন।

উল্লেখ্য, পরীমনি ২০১৬ সাল থেকে বিএফডিসিতে নিয়মিত কোরবানি দিয়ে আসছেন। বছরের সংখ্যার সাথে মিল রেখে তার কোরবানি দেয়া পশুর সংখ্যাও বাড়ছে। নিপুণ এবারই প্রথম বিএফডিসিতে কোরবানি দিলেন। 

Comment As:

Comment (0)