No icon

পা পিছলে পড়ে আহত পূজা চেরি, চিকিৎসা চলছে বাসায়

গত রাতে বাসার বাথরুমে পা পিছলে পড়ে আঘাত পেয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। তিনি মাথা ও কপালে আঘাত পেয়েছেন। মাথায় কয়েক ইঞ্চি কেটেও যায়। বর্তমানে বাসায় চিকিৎসাধীন আছেন পূজা। 

পূজার মা ঝর্ণা রায় গণমাধ্যমকে বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাথরুম থেকে বের হওয়ার সময় পা পিছলে পড়ে যায় সে। কিছুটা আঘাত কপালে লেগেছে। তবে মাথায় বেশ কেটে গেছে। এরপর প্রায় আড়াই ঘণ্টা লেগেছে তার রক্ত পড়া থামাতে। করোনাকাল ও মধ্যরাত হওয়ায় পূজাকে আর হাসপাতালে নিতে চাইনি। চিকিৎসকের সঙ্গে কথা বলে তার চিকিৎসা চলছে।’

উল্লেখ্য, সম্প্রতি ইস্পাহানি আরিফ জাহানের সরকারি অনুদানের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। 'হৃদিতা' শীর্ষক এ ছবিতে তার বিপরীতে আছেন এবিএম সুমন। ছবিটি আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত হবে।
 

Comment As:

Comment (0)