No icon

বছরের প্রথম শুটিংয়ে শিরিন শিলা

বছরের প্রথম শুটিং করলেন লাস্যময়ী নায়িকা শিরিন শিলা। রাজধানীর ৩০০ ফিট এলাকায় চিত্রনায়ক ইমনকে সাথে নিয়ে ১০ জানুয়ারি শুক্রবার শেষ করেছেন 'সাহসী যোদ্ধা' ছবির শুটিং।

সাদেক সিদ্দিকি পরিচালিত এ ছবির কাজ শেষ হতে ১ বছর লেগে গেল।

শুটিংয়ে শিরিন শিলাকে অ্যাকশন দৃশ্যে অংশ নিতে দেখা গেছে। সাথে ছিলেন ইমন।

ছবিটির শুটিং এফডিসি, নরসিংদী, পুবাইল, মানিকগঞ্জ ইত্যাদি এলাকায় সম্পন্ন হয়।

শেষ দিনের শুটিংয়ে ছবির প্রথম দিকের সিকোয়েন্স সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। পরিচালক এতে কোন সমস্যা দেখছেন না।

ছবি: সংগ্রহ

Comment As:

Comment (0)