No icon

আমাদের সিনেমার মার্কেট রাইজিং : নাজিফা তুষি

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন নাজিফা তুষি। তাকে বিজ্ঞাপন, নাটক, মিউজিক ভিডিওতে দেখা গেলেও তিনি এখন চলচ্চিত্রে পূর্ণ মনোযোগ দিতে চান। বড়পর্দায় তিনি অভিষিক্ত হয়েছিলেন রেদওয়ান রনির ‘আইসক্রিম’ চলচ্চিত্রের মাধ্যমে।

গত বছর তুষি শেষ করেছেন মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ চলচ্চিত্রের কাজ। এ প্রসঙ্গে তুষি বলেন, ‘কয়েকদিন আগেই ‘হাওয়া’ ছবির শুটিং শেষ হলো। চলতি বছরই ছবিটি মুক্তি পেতে পারে। নিয়মিত ছবির অফার আসছে। কথা চলছে। তবে আমি সময় নিয়ে কাজ করতে চাই।’

বাংলা চলচ্চিত্রের বাজার বাড়ছে উল্লেখ করে তুষি বলেন, ‘আমাদের সিনেমার মার্কেট কিন্তু রাইজিং। অনেক ভালো সিনেমা হচ্ছে। শুধু এ জন্য না, বড়পর্দায় আমার আরও আগে থেকেই কাজ করার ইচ্ছা। সে জন্য আমি এখানেই ফোকাস করতে চাই।’

তুষি জানালেন, অভিনয়ের জন্য তিনি প্রাচ্যনাট্যের একটি কোর্স করছেন। অভিনয়টা ভালো করে রপ্ত করতে এই কোর্স করেছেন। তুষির ওয়েব সিরিজের কাজ করতেও আপত্তি নেই।

এ বিষয়ে তুষি বলেন, ‘আমি নাটকটা করতে চাচ্ছি না। তবে ভালো নির্মাতা, ভালো গল্প ও চরিত্র পেলে ওয়েব সিরিজে কাজ করব।’

উল্লেখ্য, একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ফিল্ম মেকিং নিয়ে পড়ছেন তুষি। পড়াশোনার পাশাপাশি অভিনয় ও মডেলিং চালিয়ে নিতে চান তিনি।
 

Comment As:

Comment (0)