No icon

ইউটিউব দেখে রান্না শিখছি : শুভশ্রী কর

কলকাতার মডেল - অভিনেত্রী শুভশ্রী কর। করোনাভাইরাসের কারণে পুরো ভারত লক - ডাউন। সেজন্য বাসাতেই আছেন এ সুন্দরী। জানালেন নিত্য নতুন রান্না শিখছেন ইউটিউব দেখে।

বর্ধমানের মেয়ে শুভশ্রীর মা বাড়িতে। তাই কলকাতায় একাই আছেন তিনি।

এ সময়ে গল্পের বই পড়ছেন তিনি। সিনেমা দেখছেন। বন্ধুদের সাথে ভিডিওকলে কথা বলছেন।

ওয়েবেও নজর রাখছেন শুভশ্রী। নেটফ্লিক্স ও জিফাইভ এক্ষেত্রে তার পছন্দের শীর্ষে।

তবে শুভশ্রী এ সময়টা কাজে লাগাচ্ছেন রান্না করে। ইউটিউবে রান্নার ভিডিও দেখে রান্না করছেন। ডিম, ভেজিটেবলস এসব দিয়ে বিভিন্ন পদ রান্না শিখেছেন তিনি।

শুভশ্রী বাংলাদেশের শিল্পী জুয়েল মোর্শেদের গাওয়া 'এক বিষ শিশি' গানের ভিডিওচিত্রে মডেল হয়েছেন।

এ গানে তার বিপরীতে ছিলেন গায়ক ইমরান।

শেষ করেছেন শামীম আহমেদ রনির 'বিক্ষোভ' ছবির কাজ। এ ছবিতে শ্রাবন্তী থাকলেও তিনিই মূল নায়িকা। এ ছাড়া শেষ করেছেন অরিন্দম শীলের 'মায়াকুমারী' ছবির কাজ।

গেল ১ ফেব্রুয়ারী ঢাকায় এসেছিলেন শুভশ্রী। ১২ তারিখ পর্যন্ত শুটিং করে ভারত ফিরেছেন।

গত কয়েকদিন বাসাতেই সময় কাটছে শুভশ্রীর। ইনস্টাগ্রামে হাত ধোয়া চ্যালেঞ্জেও অংশ নিয়েছেন। এভাবেই কাটছে তার দিনকাল।

ছবি: শুভশ্রী কর

Comment As:

Comment (0)