No icon

এক সন্ধ্যায় অপরূপা ইশরাত পায়েল

মডেল - উপস্থাপিকা ইশরাত পায়েল। উপস্থাপনায় সুনাম কুড়িয়েছেন ইতোমধ্যে। নিয়মিত বিভিন্ন শোয়ের উপস্থাপনা করেন তিনি। সুন্দরী ইশরাত পায়েলকে এক সন্ধ্যায় দেখা যায় নীল - গোলাপি রঙের কারুকাজের শাড়ীতে। পাঠকের জন্য সন্ধ্যারাতের অপরূপা ইশরাত পায়েল।

কিছুদিন আগে ইশরাত তামিম মৃধার সাথে একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন।

সম্প্রতি তিনি একুশে টিভিতে উপস্থাপনা শুরু করেছেন। অনুষ্ঠানের নাম 'মিউজিক এক্সপ্রেস'।

গেল শুক্রবার মিরপুরে সুবিধাবঞ্চিত বস্তিবাসীদের ইশরাত পায়েলের উদ্যোগে খাবার, ওষুধ ও স্যানিটাইজেশন সামগ্রী দেয়া হয়।

করোনাভাইরাস সংক্রমণে গুজবে কান না দিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন এ সুন্দরী।

ছবিগুলো তুলেছেন বাঁধন রায়।

Comment As:

Comment (0)