No icon

নিজেকে বদলে ফেলা মিমি আজমিম

গত বছর কোরবানীর ঈদে সর্বশেষ কাজ করেছিলেন সুশ্রী মডেল - অভিনেত্রী মিমি আজমিম। নাটকের নাম ছিল '১ মিলিয়ন ভিউ'। তারপর হুট করে হারিয়ে গেলেন মিমি। জানা গেল নিজেকে বদলে ফেলেছেন তিনি। ইসলাম পালনে মনোযোগ দিয়েছেন। চাকরিও করছেন। মিডিয়া থেকে একপ্রকার সরে গেছেন মিমি।

সর্বশেষ কী কাজ করলেন জানতে চাইলে মিমি বলেন, মাহমুদ মাহিন পরিচালিত মিনারের 'আমি তো এমনই' শীর্ষক মিউজিক ভিডিওর কাজ করেছি। আমিন জুয়েলার্সের ফটোশুট করেছি। সর্বশেষ এ কাজগুলো করেছি। তারপর নিজেকে গোছানোর সময় নিয়েছি ৬ মাস। এখন আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত ইসলাম অনুসরণের জন্য।

কখনও মিডিয়ায় ফেরার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মিমি বলেন, মাথায় কাপড় দিয়ে যদি কেউ কোন কাজ করতে বলে তাহলে করতে আপত্তি নেই। উপস্থাপনাও হতে পারে সেটা।

মিমি জানালেন মার্চ থেকে একটি বেসরকারী সংস্থায় চাকরি করছেন। এর আগে  গত বছর ইংরেজি সাহিত্যে মাস্টার্স শেষ করেছেন তিনি।

করোনাভাইরাস মহামারিতে বাসায় আছেন মিমি আজমিম। এ প্রসঙ্গে মিমি বলেন, আল্লাহর রহমত থাকলে সবরকম পরিস্থিতি সামলে নেয়া সম্ভব।

রক্ষণশীল পরিবারের মেয়ে মিমি অনেকটা শখে মিডিয়ায় কাজ শুরু করেন ২০১৬ সালে। তিন ভাইয়ের একমাত্র ছোট বোন তিনি। বসবাস করছেন ঢাকার ইন্দিরা রোডে। বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, মা গৃহিণী।

প্রসঙ্গত, মিমির উল্লেখযোগ্য টেলিভিশন বিজ্ঞাপনের মধ্যে রয়েছে ওয়ালটন এলইডি টেলিভিশন, কোকোলা নুডলস, যমুনা ফিউচার পার্ক, শরীফ মেলামাইন ইত্যাদি। তিনি একটি চাঁদমুখ, বৃষ্টির ছোঁয়া, ওয়ান মিলিয়ন ভিউ ইত্যাদি নাটকে অভিনয় করেন। কাজ করেছেন একাধিক মিউজিক ভিডিওতেও।

 

 

Comment As:

Comment (0)