No icon

জন্মদিনে অপূর্ব ও আয়াশ (ফট‌ো ফিচার)

ছোটপর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব ও তার ছেলে আয়াশের জন্মদিন ছিলো ২৭ জুন। লকডাউনে তাদের জন্মদিন কাটলেও দর্শক, ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় কোনো কমতি ছিলো না। অপূর্ব রাতে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। শেয়ার করেছেন ঘরোয়া জন্মদিনের কিছু ছবি।

অপূর্ব লিখেছেন, আমার ও আয়াশের প্রতি সবার ভালোবাসা ও শুভেচ্ছা পেয়ে আমি অভিভূত। সবার ভালোবাসা পেয়ে আমি ধন্য।

তিনি আরও লিখেছেন, জীবনের ব্যস্ততার মাঝেও ভক্ত, দর্শক, পরিবারের সদস্য, বন্ধু, সাংবাদিক ভাই ও সহকর্মীদের নি:স্বার্থ ভালোবাসার জন্য ধন্যবাদ যথেষ্ঠ নয়। 

আয়াশের জন্য দোয়া চেয়ে অপূর্ব লিখেছেন, আমার ছোট্ট শিশুটির জন্য দোয়া করবেন।

তিনি সবশেষে সবাইকে নিরাপদে থাকার কথা বলে জানান, ভালোবাসি সবাইকে।

অপূর্বের শেয়ার করা ছবিতে তার প্রাক্তন স্ত্রী নাজিয়া হাসান অদিতিকেও দেখা যায় আয়াশের সাথে।

Comment As:

Comment (0)