No icon

জন্মদিনে লাল পরী শিরিন শিলা (ফটো ফিচার)

গত ২৫ জুন ছিলো চিত্রনায়িকা শিরিন শিলার জন্মদিন। রাত ১২টায় তিন বন্ধু আঁচল, বিপাশা কবির ও নাদিম তার বাসায় কেক নিয়ে হাজির হয়েছিলেন। আনন্দ আড্ডায় সময় কেটে যায়। পরদিন ছিলো ঘরোয়া আয়োজন। সে আয়োজনে লাল রঙের গাউন পরেছিলেন শিলা। তাকে লাগছিলো লাল পরীর মতো। সামনে ছিলো ভালোবাসার লাল কেক। ছবিতে দেখে নেয়া যাক লাল পরী শিরিন শিলাকে।

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রতিবারের মতো কোনো রেস্তোঁরায় আয়োজন ছিলো না। ছিলো শিলার বাসায়।

সন্ধ্যায় খুব কাছের কয়েকজন বন্ধুকে নিয়ে আয়োজন করা হয় তার জন্মদিনের অনুষ্ঠানের।

লাল রঙের গাউনে আলো ছড়াচ্ছিলেন শিরিন শিলা।

বোঝা যাচ্ছিলো না স্বর্গের কোনো পরী পৃথিবীতে নেমে এলো কী না!

ছবি : শিরিন শিলা

Comment As:

Comment (0)