No icon

ভাইরাল ইরাবতী

ভ্রমণে গিয়ে উচ্ছ্বাসে মেতেছেন মোনামি ঘোষ

কলকাতার টেলিভিশনের প্রিয় মুখ মোনামি ঘোষ। পূজার পরপরই ঘুরতে গিয়েছিলেন ভিয়েতনাম। সেখানে গিয়ে ছবি তুলেছেন, করেছেন ভিডিও। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেসব শেয়ার দিতেই ভাইরাল হয়ে গেছে।

ভিয়েতনামে মোনামি কখনও পাহাড়ঘেঁষা রিসোর্টে ছবি তুলেছেন, কখনও তাকে দেখা গেছে সমুদ্রের মাঝে। তাকে বিভিন্ন রূপে দেখে উচ্ছ্বসিত দর্শক - ভক্তরা।

উল্লেখ্য, মোনামি সাম্প্রতিক সময়ে প্রচার চলতি ধারাবাহিক 'ইরাবতী'র চুপকথা' - য় নাম ভূমিকায় অভিনয় করে দর্শকের মাঝে জনপ্রিয়তা পেয়েছেন।

Comment As:

Comment (0)