
এনটিভির উদ্যোগে সারা দেশ থেকে প্রতিভা খুঁজে নিয়ে সেমি ফাইনাল পর্যন্ত ত্রিশ’জন প্রতিযোগিকে চূড়ান্ত করেছেন প্রধান তিন বিচারক সালাহ উদ্দিন লাভলু, মেহের আফরোজ শাওন ও হৃদয় খান। ‘অনন্য প্রতিভা’ শিরোনামের এই অনুষ্ঠানটির সেমি ফাইনাল পর্বে সম্মানিত অতিথি বিচারক হিসেবে উপস্থিত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এর আগে সারা দেশ থেকে প্রাথমিক পর্যায়ে ছয়টি বিভাগীয় শহর থেকে প্রাথমিক পর্যায়ের তিন বিচারক শানারেই দেবী শানু, আইরিন ও পুলক ১৪২ জন অনন্য প্রতিভাকে খুঁজে নিয়ে আসেন। ত্রিশ থেকে চঞ্চল চৌধুরী ও প্রধান তিন বিচারক ফাইনাল রাউণ্ডের জন্য আঠারো জনকে চূড়ান্ত করেন। সেমি ফাইনালে সম্মানিত অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকতে পেরে বেশ আনন্দিত চঞ্চল চৌধুরী।