
প্রবীণ অভিনেতা আবুল হায়াতের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই বরণ্যে অভিনেতা। গতকাল দুপুরে আবুল হায়াত গণমাধ্যেমে জানান, মহান স্রষ্টার অশেষ রহমতে ভালো আছি। সিসিইউ থেকে কেবিনে এসেছি।
জানা গেছে, আবুল হায়াতের আজ পুনরায় করোনা পরীক্ষা করার কথা রয়েছে। রিপোর্ট নেগেটিভ হলে শিগগিরই তাকে রিলিজ দিবেন হাসপাতাল কর্তৃপক্ষ।