
হাসপাতালে ভর্তি হলেন বলিউড অক্ষয় কুমার। সোমবার সকালে এই অভিনেতা টুইট করে লিখেছেন, ‘আপনাদের প্রার্থনার সুফল পাচ্ছি। সুস্থ হচ্ছি ধীরে ধীরে। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হয়েছি। খুব তাড়াতাড়ি ছাড়া পাব বলেই আশা করছি। নিজেদের খেয়াল রাখুন’। রোববার অক্ষয়ের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরেই ‘রাম সেতু’ ছবির কলাকুশলীদের করোনা পরীক্ষা করানো হয়। সূত্রের খবর, ১০০ জনের কোভিড পরীক্ষা করে তাদের মধ্যে ৪৫ জন কলাকুশলী আক্রান্ত কোভিডে। এ খবর ছড়িয়ে পড়তেই বন্ধ করে দেওয়া হয়েছে ‘রাম সেতু’ ছবির কাজ।